যৎ সাংখ্যৈঃ প্রাপ্যতে স্থানং তদ্ যোগৈরপি গম্যতে।
একং সাংখ্যং চ যোগং চ যঃ পশ্যতি স পশ্যতি ॥৫॥
শ্রীভগবান বলেছেন-
যোগাস্ত্রয়ো ময়া প্রোক্তা নৃণাং শ্রেয়োবিধিৎসয়া।
জ্ঞানং কর্ম চ ভক্তিশ্চ নোপায়োেহন্যোহস্তি কুত্রচিৎ ॥
(শ্রীমদ্ভাগবত ১১।২০। ৬)
‘যারা নিজ কল্যাণ চায় সেইসব মানুষদের জন্য আমি তিনটি যোগের কথা বলেছি-জ্ঞানযোগ, কর্মযোগ এবং ভক্তিযোগ। এই তিনটি ছাড়া কল্যাণের আর কোন পথ নেই।’