প্রাণস্যেদং বশে সর্বং ত্রিদিবে যৎ প্রতিষ্ঠিতম্।
মাতেব পুত্ৰান্ রক্ষস্ব শ্রীশ্চ প্রজ্ঞাং চ বিধেহি ন ইতি॥১৩
অন্বয়: ইদং সর্বম্ (এই সব); প্রাণস্য বশে (প্রাণের অধীনে); ত্রিদিবে যৎ প্রতিষ্ঠিতম্ (স্বর্গে যা কিছু আছে); মাতা ইব পুত্রান্ রক্ষস্ব (মাতা যেমন সন্তানকে রক্ষা করেন সেইভাবে অনুগ্রহ করে আমাদের রক্ষা করুন); নঃ শ্রীঃ চ প্রজ্ঞাং চ বিধেহি (আমাদের সৌভাগ্য এবং জ্ঞান দান করুন)।
সরলার্থ: জগতে যা কিছু আছে সব প্রাণই নিয়ন্ত্রণ করেন। মা যেমন সন্তানকে রক্ষা করেন, প্রাণও তেমনি আমাদের রক্ষা করুন—এই প্রার্থনা। তিনি আমাদের সৌভাগ্য ও জ্ঞান দান করুন।
ব্যাখ্যা: প্রাণই প্রজাপতি, যিনি সকল কিছুর উৎস। প্রাণের কাছে আমাদের বিশেষ প্রার্থনা তিনি আমাদের সৌভাগ্য ও জ্ঞান দান করুন। এই দুটি জিনিস লাভ করলে আমরা সফল হবই।
এখানেই প্রশ্ন উপনিষদের দ্বিতীয় প্রশ্ন সমাপ্ত।