সোঽভিমানাদূর্ধ্বমুৎক্রামত ইব তস্মিন্নুৎক্রামত্যথেতরে সর্ব এবোৎক্রামন্তে
তস্মিংশ্চ প্রতিষ্ঠমানে সর্ব এব প্রাতিষ্ঠন্তে। তদ্যথা মক্ষিকা
মধুকররাজানমুৎক্রামন্তং সর্বা এবোৎক্রামন্তে তস্মিংশ্চ প্রতিষ্ঠমানে সর্বা এব
প্রাতিষ্ঠন্ত এবং বাঙ্মনশ্চক্ষুঃ শ্রোত্রং চ তে প্রীতাঃ প্রাণং স্তুন্বন্তি॥৪
অন্বয়: সঃ অভিমানাৎ (তিনি [প্রাণ] অভিমানবশতঃ); ঊর্ধ্বম্ উৎক্ৰামতে ইব (শরীর ছেড়ে যাবার উপক্রম করলেন); তস্মিন্ উৎক্ৰামতি (যেমনি তিনি [প্রাণ] ছেড়ে যাওয়ার উদ্যোগ করলেন); অথ (তৎক্ষণাৎ); ইতরে সর্বে এব উৎক্ৰামন্তে (অন্যান্য ইন্দ্রিয়সমূহও ছেড়ে যাবার উপক্রম করলেন)। তস্মিন্ চ প্রতিষ্ঠমানে (এবং যখন তিনি [প্রাণ] স্থির হলেন) সর্বে এব প্রাতিষ্ঠন্তে (তাঁরাও যে যাঁর জায়গায় ফিরে এলেন)। তৎ যথা (এ যেন); মধুকর-রাজানম্ (মৌমাছির রাণীকে); উৎক্ৰামন্তম্ (উড়ে যাচ্ছে [দেখে]); সর্বাঃ এব মক্ষিকাঃ উৎক্ৰামন্তে (সমস্ত মৌমাছিই উড়ে যায়); তস্মিন্ প্রতিষ্ঠমানে (যতক্ষণ রাণী মৌমাছি নিজের জায়গায় স্থির থাকে); সর্বাঃ এব প্রাতিষ্ঠন্তে (সব মৌমাছিই যে যার জায়গায় থাকে); বাক্ মনঃ চক্ষুঃ শ্রোত্রং চ (বাক্, মন, চোখ, কান এবং অন্য সকল ইন্দ্রিয়); এবম্ (একইভাবে [আচরণ করেন]); তে (ইন্দ্রিয়সমূহ); প্রীতাঃ (প্রীত হলেন [প্রাণের শ্রেষ্ঠত্ব দেখে]); প্রাণং স্তুম্বন্তি (এবং প্রাণের স্তব করতে লাগলেন)।
সরলার্থ: প্রধান ইন্দ্রিয় প্রাণ অভিমানবশত উঠে যাওয়ার অর্থাৎ শরীর ছেড়ে বেরিয়ে যাওয়ার ভান করলেন। সঙ্গে সঙ্গে অন্যান্য ইন্দ্রিয়রাও তাঁকে অনুসরণ করলেন। আবার প্রাণ নিজের জায়গায় ফিরে এলে অন্যরাও যে যাঁর জায়গায় ফিরে এলেন। এ যেন রানী মৌমাছির মৌচাক ছেড়ে বেরিয়ে যাওয়ার মতো। রানী চাক ছেড়ে বেরিয়ে গেলে গোটা মৌমাছির দল তার সঙ্গে বেরিয়ে পড়ে আবার রানী থাকলে অন্যরাও থাকে। বাক্, মন, চোখ, কান ইত্যাদি ইন্দ্রিয়গুলি মৌমাছির দলের মতো। প্রাণের উপর প্রসন্ন হয়ে তাঁরা প্রাণের স্তব করতে লাগলেন।
ব্যাখ্যা: অন্যান্য ইন্দ্রিয়দের অশ্রদ্ধা দেখে প্রাণ ক্ষুব্ধ হলেন। তিনি চিন্তা করলেন, ‘ওরা ভাবছে আমার কোন গুরুত্বই নেই। ঠিক আছে, আমি ওদের বুঝিয়ে দেব।’ এই ভেবে প্রাণ শরীর ছেড়ে বেরিয়ে যাওয়ার ভান করলেন। যেই প্রাণ বেরোতে শুরু করেছেন সঙ্গে সঙ্গে অন্যান্য ইন্দ্রিয়রা তাঁর পেছন পেছন বেরিয়ে যাওয়ার উদ্যোগ করলেন। প্রাণ আবার স্থির হয়ে নিজের জায়গায় ফিরে এলে তাঁরাও যে যাঁর জায়গায় ফিরে এলেন। উপনিষদ বলছেন, এ যেন রানী মৌমাছির চাক ছেড়ে বেরিয়ে যাওয়ার মতো। রানী মৌচাক ত্যাগ করলে গোটা মৌমাছির দল তাকে অনুসরণ করে। রানী মৌমাছিই তাদের নেত্রী। নেত্রী ছাড়া তারা কাজ করতে পারে না। তার ওপর গোটা দলটাই নির্ভর করে আছে। একইভাবে অন্যান্য ইন্দ্রিয়রা প্রাণের ওপর নির্ভরশীল। প্রাণ ছাড়া তাঁরা কাজ করতে পারেন না। এমন কি মনও স্বাধীন নয়।
‘তে প্রীতাঃ প্রাণং স্তন্বম্ভি’—অতএব ইন্দ্রিয়রা তুষ্ট হয়ে প্রাণের স্তব করতে লাগলেন।