যচ্চিত্তস্তেনৈষ প্রাণমায়াতি। প্রাণস্তেজসা যুক্তঃ সহাত্মনা
যথাসঙ্কল্পিতং লোকং নয়তি॥১০
অন্বয়: এষঃ (এই ব্যক্তি); যৎ চিত্তঃ ([মৃত্যুকালে] যেমন সে চিন্তা করে); তেন প্রাণম্ আয়াতি ([সেই চিন্তা নিয়ে] সে প্রাণের সঙ্গে যুক্ত হয়); প্রাণঃ তেজসা সহ যুক্তঃ (প্রাণ তখন অগ্নির [উদান] সঙ্গে যুক্ত হয়); আত্মনা যথা সঙ্কল্পিতং লোকং নয়তি (জীবাত্মাকে তার অভীষ্ট লোকে নিয়ে যায় [এবং তারপরে আত্মা নূতন জন্ম গ্রহণ করে]।
সরলার্থ: মৃত্যুকালে জীবাত্মা প্রাণে প্রবেশ করে। সঙ্গে থাকে মন এবং সেই সময়কার মনের যত চিন্তা ও বাসনা সমূহ। প্রাণ তখন অগ্নি অর্থাৎ উদানের সঙ্গে যুক্ত হয় (কেননা উদানই তাকে দেহের বাইরে নিয়ে যায়)। আত্মা যে লোক কামনা করে প্রাণ তাকে সেই লোকেই নিয়ে যায়। তারপরে আত্মা নতুন জন্ম গ্রহণ করে।
ব্যাখ্যা: মানুষের যখন মৃত্যু হয়, তার সমস্ত ইন্দ্রিয়গুলি তখন দুর্বল হয়ে আসে। মৃত্যুকালেও মানুষের অনেক অপূর্ণ বাসনা থাকতে পারে, কিন্তু সেগুলি চরিতার্থ হবার আর কোন উপায় থাকে না। অতএব, মন ও তার অপূর্ণ বাসনা এবং সূক্ষ্ম ইন্দ্রিয়গুলিকে সঙ্গে নিয়ে জীবাত্মা প্রাণে প্রবেশ করে। প্রাণ তখন তার অধীনস্থ উদানের (উত্তাপ) সাহায্যে আত্মাকে তার অভীষ্ট লোকে নিয়ে যায়। জীবাত্মা সেখানে কিছুকাল থেকে আবার নতুন জন্ম নেয়।