যা তে তনূর্বাচি প্রতিষ্ঠিতা যা শ্রোত্রে যা চ চক্ষুষি।
যা চ মনসি সন্ততা শিবাং তাং কুরু মোৎক্রমীঃ॥১২
অন্বয়: তে যা তনূঃ (তোমার যে অংশ); বাচি প্রতিষ্ঠিতা (আমার কথায় প্রতিষ্ঠিত); যা শ্রোত্রে (আমার শ্রবণে); যা চ চক্ষুষি (আমার চোখে); যা চ মনসি (আমার মনে); সন্ততা (একযোগে); তাং শিবাং কুরু (তাদের কল্যাণ কর); মা উৎক্ৰমীঃ (তাদের পরিত্যাগ করো না)।
সরলার্থ: আমাদের কথা বলা, শোনা, দেখা, চিন্তা করা এবং মনের অন্যান্য কর্মে তোমার যেসব অংশ উপস্থিত—সেগুলিকে একযোগে তুমি কল্যাণে প্রতিষ্ঠিত কর। দয়া করে তুমি আমাদের ছেড়ে যেও না।
ব্যাখ্যা: প্রাণ অর্থাৎ প্রাণবায়ু আমাদের ইন্দ্রিয়গুলিকে সক্রিয় করেন। প্রাণ ছাড়া ইন্দ্রিয়রা অকেজো। আমাদের এই প্রার্থনা যে প্রাণ সবসময় আমাদের সঙ্গে থাকুন এবং ইন্দ্রিয়দের সুপরিচালিত করুন। ইন্দ্রিয়রা শুধু যে কাজ করবে তাই নয়, এমন ভাবে করবে যাতে অন্যের উপকার হয়।
এই প্রার্থনার মূল সুর হল—যদি আমরা বেঁচে থাকি তবে পরহিতার্থে বাঁচব।