যদা ত্বমভিবর্ষস্যথেমাঃ প্রাণ তে প্রজাঃ।
আনন্দরূপাস্তিষ্ঠন্তি কামায়ান্নং ভবিষ্যতীতি॥১০
অন্বয়: প্রাণ (হে প্রাণ); ত্বং যদা অভিবর্ষসি (যখন [মেঘরূপে] তুমি বর্ষণ কর); অথ (বর্ষণের পরে); তে (তোমার); ইমাঃ প্রজাঃ (এই প্রাণীরা [মনে করে]); কামায় অন্নং ভবিষ্যতি (আমরা যত খাদ্য চাই তত পাব); ইতি (এই কারণে); আনন্দরূপাঃ তিষ্ঠন্তি (তারা উৎফুল্ল হয়)।
সরলার্থ: হে প্রাণ, যখন মেঘরূপে তুমি বর্ষণ কর তখন সমস্ত প্রাণীরা (যারা তোমার সন্তান) উৎফুল্ল হয়ে ওঠে। কারণ তারা তখন মনে করে, ‘এখন থেকে আমরা নিজেদের জন্য যত খাদ্য চাই তত পাব।’
ব্যাখ্যা: ইন্দ্রিয়রা এখন বলছে প্রাণই বৃষ্টির উৎস। বর্ষা হলে প্রাণীরা উৎফুল্ল হয়। এর কারণ কি? কারণ ভাল বৃষ্টি হলে ফসলও ভাল হবে। প্রচুর পরিমাণে খাদ্যও পাওয়া যাবে। শঙ্করাচার্য বলছেন, ‘তে ইমা প্রজাঃ’—এই সব প্রাণী তোমারই সন্তান। তারা তোমার থেকে পৃথক নয়।