তান্ হ স ঋষিরুবাচ ভূয় এব তপসা ব্রহ্মচর্যেণ শ্রদ্ধয়া সংবৎসরং সংবৎস্যথ যথাকামং প্রশ্নান্ পৃচ্ছত যদি বিজ্ঞাস্যামঃ সর্বং হ বো বক্ষ্যাম ইতি॥২
অন্বয়: সঃ ঋষিঃ (সেই ঋষি); তান্ হ উবাচ (তাঁদের বললেন); ভূয়ঃ এব (পুনরায়); তপসা ব্রহ্মচর্যেণ শ্রদ্ধয়া (কৃচ্ছ্রসাধন ও সংযম অভ্যাস করে এবং শাস্ত্র ও গুরুর প্রতি শ্রদ্ধাপূর্ণ মনোভাব নিয়ে); সংবৎসরং সংবৎস্যথ (একবছর একত্রে বাস কর); যথাকামম্ [অতঃপর] (ইচ্ছানুযায়ী); প্রশ্নান্ পৃচ্ছত (প্রশ্নসমূহ জিজ্ঞাসা করো); যদি বিজ্ঞাস্যামঃ (যদি আমি জানি); সর্বং হ বঃ বক্ষ্যামঃ ইতি (আমি তোমাদের সবকিছু বলব)।
সরলার্থ: ঋষি তাঁদের বললেন: ‘আমার সঙ্গে একবছর থাক। শাস্ত্র ও গুরুবাক্যে শ্রদ্ধাবান হয়ে কৃচ্ছ্রসাধন ও সংযম অভ্যাস কর। তারপরে তোমাদের যা প্রশ্ন আছে করো। আমি যথাসাধ্য উত্তর দেবার চেষ্টা করব’।
ব্যাখ্যা: পিপ্পলাদ ছিলেন সত্যদ্রষ্টা ঋষি। তিনি বুঝেছিলেন এই তরুণরা সকলেই ছাত্র হিসেবে উত্তম। কাজেই তিনি তাঁদের একবছর তাঁর সঙ্গে বাস করার নির্দেশ দিলেন। গুরুর সান্নিধ্যে থেকে শিষ্য সেই মহাপুরুষের পবিত্র জীবন কাছ থেকে দেখার সুযোগ পায়। তাই পিপ্পলাদ বললেন, ‘আমি জানি তোমরা ইতিপূর্বেই আত্মসংযম অভ্যাস করেছ। তবু আমার ইচ্ছা তোমরা আরও একবছর কৃচ্ছ্রসাধন কর। তারপর তোমাদের যেমন খুশী প্রশ্ন করো। আমি যথাসাধ্য উত্তর দেবার চেষ্টা করব।’
আত্মজ্ঞান দানই সর্বশ্রেষ্ঠ এবং সর্বোচ্চ দান। পিপ্পলাদ চেয়েছিলেন তাঁর শিষ্যরা সেই সর্বোচ্চ জ্ঞান লাভের যোগ্য অধিকারী হয়ে উঠুন। সেইজন্য তাঁদের সেখানে থেকে কৃচ্ছ্রসাধন ও আত্মসংযম অভ্যাস করতে বললেন; গুরু ও শাস্ত্রের প্রতি শ্রদ্ধাবান হওয়ারও নির্দেশ দিলেন। আধ্যাত্মিক জীবনে এই গুণগুলি অপরিহার্য।