যথা সম্রাড়েবাধিকৃতান্ বিনিযুঙ্ক্তে।
এতান্ গ্রামানেতান্ গ্রামানধিতিষ্ঠস্বেত্যেবমেবৈষ প্রাণ ইতরান্
প্রাণান্ পৃথক্ পৃথগেব সন্নিধত্তে॥৪
অন্বয়: যথা সম্রাট এব অধিকৃতান্ বিনিযুঙ্ক্তে (সম্রাট যেমন তাঁর অধীনস্থ কর্মচারীদের নিয়োগ করেন); এতান্ গ্রামান্ এতান্ গ্রামান্ অধিতিষ্ঠস্ব ইতি (‘অমুক অমুক গ্রামে যাও এবং তাদের দেখাশোনা কর’—এই বলে); এবম্ এব এষঃ প্রাণঃ (একই ভাবে এই প্রাণ); ইতরান্ প্রাণান্ পৃথক্ পৃথক্ এব সন্নিধত্তে (তাঁর অধীনস্থ কর্মীদের অর্থাৎ চোখ এবং অন্যান্য ইন্দ্রিয়সমূহকে তাদের যথানির্দিষ্ট কর্মে নিযুক্ত করেন)।
সরলার্থ: সম্রাট যেমন তাঁর অধীনস্থ কর্মচারীদের নিয়োগ করে বলেন—‘অমুক অমুক গ্রামে যাও এবং তাদের দেখাশোনা কর’—ঠিক সেইভাবে প্রাণ তাঁর অধীনস্থ ইন্দ্রিয়সমূহকে যথানির্দিষ্ট কর্মে নিযুক্ত করেন।
ব্যাখ্যা: প্রাণের কাজ কি? প্রাণকে এখানে সম্রাট বলা হয়েছে। এই সম্রাট এক বিশাল সাম্রাজ্যের অধিপতি। সম্রাট থাকলে সম্রাটের অধীনস্থ বহু শাসকও থাকেন। রাজ্যের এক একটি অংশের শাসনভার এক একজন শাসকের হাতে দিয়ে সম্রাট বলেন—‘যাও, শাসন কর।’ এইভাবে তাঁদের দিয়েই সম্রাট সাম্রাজ্য শাসন করেন। সেইরকম দেহে ইন্দ্রিয়সমূহও প্রাণের অধীন। প্রাণ প্রত্যেক ইন্দ্রিয়কে নিজ নিজ কর্তব্য ও এলাকা ভাগ করে দেন। তারা কিন্তু শাসন করে প্রাণেরই নির্দেশে। প্রাণের আদেশ তারা মেনে চলে। এই অধীনস্থ ইন্দ্রিয়গুলি হল চোখ, কান, নাক ইত্যাদি।